নিজস্ব প্রতিবেদক : দোহার উপজেলার জয়পাড়া থানার মোড়ে অবস্থিত শেখ রজ্জব আলী সুপার মার্কেটের ‘গ্রাম্য এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইলের দোকানে চুরি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে দোকানের ওপরের টিনের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে চোর। এসময় দোকানে থাকা প্রায় ৫০টি মোবইল ফোন ও মোবাইলের বেশকিছু সরঞ্জাম ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় দোহার থানায় একটি অভিযোগ করেছে দোকান মালিক মো. আল-আমিন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি কার্টার উদ্ধার করেছে।
এ বিষয়ে দোকান মালিক মো. আল-আমিন এশিয়া বার্তাকে জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় দোকান খুলে দেখি মোবাইলের খালি বাক্স এলোমেলো পড়ে আছে। দোকানের পেছন দিকের ওপরে টিনের চাল কেটে চোরেরা ঢুকে আমার প্রায় ৫০টি মোবাইল সেট, নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড, সিম কার্ড, মেমোরি কার্ড ও চার্জারসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় মার্কেটের মালিক দেলোয়ার হোসেন বলেন, আমার মার্কেটের বয়স মাত্র তিন মাস। এর মধ্যে এমন একটি ঘটনা ঘটবে তা আমি কখনও আশা করি নাই। আমি এর সুষ্ঠু প্রতিকার চাই।
Leave a Reply