আগৈলঝাড়া প্রতিনিধিঃ–
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রাম নিবাসী মৃত নিশিকান্ত মিস্ত্রীর ছোট ছেলে সুবাস মিস্ত্রী স্থায়ীভাবে জার্মানীতে বসবাস করেন। তিনি জার্মানীতে আশার আলো নামক একটি প্রতিষ্ঠান গঠন করে বিভিন্ন দানশীল ব্যক্তিদের নিকট হতে অর্থ সংগ্রহ করে এলাকায় অধ্যায়নরত গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার জন্য বৃত্তি দিয়ে আসছে। বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট নামক একটি এনজিওর মাধ্যমে প্রায় ২৫০ জন ছাত্র/ছাত্রীকে এই বৃত্তির টাকা প্রদান করা হয়। আজ জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে ঘরোয়া পরিবেশে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে অাগৈলঝাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ অাবুল হাশেম ছাত্র/ছাত্রীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে অাগত বাস্তব সংস্থার পরিচালক প্রশাসন, বড় বাশাইল গ্রামের বাসিন্দা জনাব এডভোকেট মোঃ জামাল হোসেন, অাস্করকালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবু প্রিয়লাল মন্ডল, জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু সুধীন হালদার, জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম,প্রচার সম্পাদক আহাদুল ইসলাম রানাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রাইমারী স্কুলের শিক্ষকবৃন্দ এবং ঢাকা থেকে অাগত মোঃ রায়হান হাওলাদার ও সুকদেব মিস্ত্রী। অনুষ্ঠান পরিচালনা করেন বাবু নিখিল চন্দ্র সমদ্দার, প্রধান শিক্ষক, জোবারপাড় মাধমিক বিদ্যালয়।
অালোচনায় উপজেলা নির্বাহী অফিসার বাস্তব এর পরিচালক প্রশাসনকে অনুরোধ করেন যে, অাপনারা অামার এলাকায় একটি মহৎ কাজ করছেন, এ কাজের জন্য অামি সুবাস মিস্ত্রীসহ অাপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি, সেই সাথে বৃত্তির টাকার পরিমান ও পরিধি বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে বাস্তব এর পরিচালক প্রশাসন বলেন ভবিষ্যতে বৃত্তির পরিমান ও পরিধি বৃদ্ধি করা যাবে।
Leave a Reply